Ashik-Khan-1

মোঃ আশিক খান
উপজেলা নির্বাহী কর্মকর্তা
শেরপুর,বগুড়া ও সভাপতি
শালফা টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ

 

শালফা টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ শেরপুর, বগুড়ার একটি সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীদের আধুনিক কারিগরি শিক্ষা ও ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ে দক্ষ করে গড়ে তোলা হয়। এ প্রতিষ্ঠানে তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যাতে শিক্ষার্থীরা বাস্তব জীবনে কর্মক্ষম হয়ে উঠতে পারে। আধুনিক ল্যাব, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী ও উন্নত শিক্ষার পরিবেশ এই প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য। প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদান করে শিক্ষার্থীদের দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শালফা টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।